যুক্তরাষ্ট্র গেলেন জায়েদ খান

0

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান। বৃহস্পতিবার দিবাগত রাতে বিমানের বিজনেস ক্লাসে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। যদিও যুক্তরাষ্ট্রের এসব অনুষ্ঠানে যাওয়ার জন্য আয়োজকরা সচরাচর কারো জন্য বিমানের বিজনেস ক্লাসের টিকিট ইস্যু করেন না। কিন্তু জায়েদ খানকে বিজনেস ক্লাসের টিকিট দিয়েছেন আয়োজকরা।

দেশ ছাড়ার আগে বৃহস্পতিবার দিবাগত রাতে জায়েদ খান গণমাধ্যমকে বলেন, ‘এত দূরের জার্নি ইকোনমি ক্লাসে কঠিন। বিষয়টা জানাতেই আয়োজকরা আমার জন্য বিজনেস ক্লাসের টিকিট ইস্যু করে দিয়েছেন। আমি তাদের প্রতি ভালোবাসা জানাই।’ 

আয়োজক প্রতিষ্ঠান শো টাইম মিউজিকের আলমগীর খান এ তথ্য নিশ্চিত করেছেন। এবারের ঢালিউড অ্যাওয়ার্ডে আরও থাকছেন মাহফুজ আনাম জেমস, গায়ক তাহসান, চিরকুট ব্যান্ড, অভিনেতা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ (কাবিলা), চিত্রনায়িকা পূজা চেরী, গায়ক প্রতিক হাসান, অভিনেত্রী কেয়া পায়েল, মডেল মিথিলা, তৃণা ও মন্দিরাসহ একঝাঁক তারকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here