যুক্তরাষ্ট্র-কানাডার শিক্ষার্থীদের জন্য চ্যাটজিপিটি প্লাস ফ্রি, চলবে মে মাস পর্যন্ত

0

চ্যাটজিপিটি প্লাস ব্যবহারে এবার যুক্তরাষ্ট্র ও কানাডার শিক্ষার্থীরা পাচ্ছেন বিশেষ সুযোগ। প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই ঘোষণা করেছে, মে মাসের শেষ পর্যন্ত নির্ধারিত কিছু ব্যবহারকারী বিনামূল্যে এই প্রিমিয়াম সংস্করণ ব্যবহার করতে পারবেন।

সাধারণত মাসিক ২০ ডলার খরচ করে যে প্লাস সংস্করণ ব্যবহার করতে হয়, সেটিই নির্দিষ্ট কিছু শিক্ষার্থীর জন্য থাকছে সম্পূর্ণ বিনামূল্যে। তবে এ সুবিধা পেতে হলে শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র বা কানাডার স্বীকৃত কোনো ডিগ্রি প্রদানকারী শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকতে হবে।

শিক্ষার্থীদের যাচাইয়ের জন্য ব্যবহার করা হচ্ছে শিরআইডি (SheerID) নামের একটি নিরাপদ যাচাই পদ্ধতি। যেসব শিক্ষার্থী আগে থেকেই সাবস্ক্রিপশন নিয়েছেন, তারাও পাবেন অতিরিক্ত দুই মাসের ফ্রি ব্যবহার সুবিধা।

চ্যাটজিপিটি প্লাসে মিলবে উন্নত গবেষণা সুবিধা, বিভিন্ন রকমের যুক্তি বিশ্লেষণ মডেল, বেশি ফাইল আপলোড ও মেসেজ পাঠানোর সুযোগ, উন্নত ভয়েস মোড এবং সীমিত পরিসরে ভিডিও তৈরির সুযোগ। এছাড়াও গ্রাহকরা চাইলে নিজেদের মতো করে কাস্টম জিপিটি তৈরি করতে পারবেন এবং নতুন ফিচার পরীক্ষাও করতে পারবেন।

এদিকে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতে ফ্রি ব্যবহারকারীদের জন্যও কিছু উন্নত ফিচার উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীদের জন্য কবে এ ধরনের সুবিধা চালু হবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি ওপেনএআই। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারে আগ্রহী করে তুলবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here