যুক্তরাষ্ট্রে ৩ হাজারের অধিক ঈদ জামাত অনুষ্ঠিত

0

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ৩ হাজারের অধিক ঈদ জামাতে বিপুল উৎসাহ-উদ্দীপনায় ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কর্মস্থলে ছুটির প্রয়োজন হয়নি এবং শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ছিল, ফলে মুসলিম আমেরিকান শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে ঈদের আনন্দ উপভোগ করেন। ঈদে প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের ঘরে ঘরে ছিল বিশেষ আনন্দ। তবে অভিবাসন মর্যাদার অভাবের কারণে কিছু লোকের উপস্থিতি ছিল সীমিত।

নিউইয়র্ক সিটিতে প্রধান প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টার, ব্রুকলীনে বাংলাদেশ মুসলিম সেন্টার, কুইন্সে আল আমিন মসজিদ, ওজোনপার্কে আল আল আমান মসজিদ, এবং ব্রঙ্কসে পার্কচেস্টার জামে মসজিদ। নিউজার্সি, ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, মিশিগান, শিকাগো, টেক্সাসসহ অন্যান্য শহরে মসজিদগুলোতে একাধিক জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের দিন, বিশেষ করে প্রবাসী মুসলিমদের মধ্যে চাঁদনি রাত উৎসবের মাধ্যমে ঈদ আমেজ প্রকাশ পায়। মহিলাদের পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

ঈদ উপলক্ষে মসজিদভিত্তিক কমিউনিটির নিরাপত্তায় স্থানীয় প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে এবং টহল পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here