যুক্তরাষ্ট্রে ১৭ হাজার ‘বিপজ্জনক ড্রাইভারের’ লাইসেন্স বাতিল

0
যুক্তরাষ্ট্রে ১৭ হাজার 'বিপজ্জনক ড্রাইভারের' লাইসেন্স বাতিল

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ১৭,০০০ বাণিজ্যিক ড্রাইভারের লাইসেন্স বাতিল করছে যুক্তরাষ্ট্র। প্রশাসন বলছে, তারা অবৈধভাবে থাকা বিপজ্জনক বিদেশি ড্রাইভার। যার ফলে আগামী ৬০ দিনের মধ্যে তাদের লাইসেন্স বা অনুমতি শেষ হয়ে যাবে।

দেশটির ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন জানিয়েছে, কর্মকর্তারা নিশ্চিত করেছেন তারা বৈধ অভিবাসী নয়। ওই বিপজ্জনক ড্রাইভারদের অবৈধভাবে লাইসেন্স জারি করা হয়েছে।

তবে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। নিউসমের কার্যালয় জানিয়েছে, লাইসেন্স বাতিল করা ড্রাইভারদের সবারই ফেডারেল সরকারের অনুমতি ছিল। লাইসেন্সগুলোর মেয়াদ শেষ হওয়ার তারিখ ভুল ছিল।

পরিবহন সচিব শন ডাফি এই ১৭ হাজার জনকে ‘হিমশৈলের চূড়া’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, প্রশাসন নিশ্চিত হতে চায় যেন কোনো অবৈধ অভিবাসী সেমি-ট্রাক বা স্কুলবাস না চালাতে পারেন।

গত আগস্ট মাসে ফ্লোরিডায় একজন অবৈধ ট্রাকচালক তিন জনকে হত্যা করেন। যা ট্রাম্প প্রশাসনকে অবৈধ অভিবাসীদের বাণিজ্যিক ট্রাক ও বাস ড্রাইভিং থেকে বের করে দিতে উদ্বুদ্ধ করেছে।

এছাড়া গত সেপ্টেম্বর মাসে ফ্লোরিডায় এক মারাত্মক দুর্ঘটনা ঘটে। তার এক মাস পরে যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব ডাফি নতুন নিয়ম ঘোষণা করেছেন। যা অভিবাসীদের বাণিজ্যিক ড্রাইভারের লাইসেন্স পাওয়া কঠিন করবে। নতুন নিয়ম অনুযায়ী, রাজ্যগুলোকে আবেদনকারীর অভিবাসন অবস্থা ফেডারেল ডাটাবেসে যাচাই করতে হবে। তাদের লাইসেন্স সর্বোচ্চ এক বছরের জন্য বৈধ থাকবে।

ক্যালিফোর্নিয়া রাজ্যেই শুধু বাণিজ্যিক ড্রাইভারদের লাইসেন্স যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। সরকারি শাটডাউন শেষে অন্যান্য রাজ্যেও শিগগিরই পর্যালোচনা শুরু হতে যাচ্ছে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here