সৌদি আরবের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সেন্টার অব ডিজিটাল এন্টারপ্রেনিউরশিপ যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে ‘মাল্টিভার্স সামিট’ আয়োজন করেছে। এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল — ‘এআই ফরোয়ার্ড: অ্যাকসেলারেটিং ইনোভেশন অ্যাট স্কেল’ (বৃহৎ পরিসরে উদ্ভাবন দ্রুততর করা)।
অনুষ্ঠানের শুরুতে প্রযুক্তিবিষয়ক উপমন্ত্রী মোহাম্মদ আলরুবায়ান সৌদি আরবের উন্নত প্রযুক্তি গ্রহণ এবং শক্তিশালী ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, বৃহৎ পরিসরের কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দেশটি দ্রুত প্রস্তুতি নিচ্ছে।
সম্মেলনে সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও আরও কয়েকটি দেশের বিশেষজ্ঞ, বিনিয়োগকারী এবং উদ্যোক্তারা অংশ নেন।
বিভিন্ন আলোচনায় এআই–এর ভবিষ্যৎ, এআই অবকাঠামো তৈরি, গবেষণাগার থেকে বাজারে প্রযুক্তি নিয়ে যাওয়া, প্রতিষ্ঠানের বিনিয়োগ কৌশল এবং দায়িত্বশীল এআই ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এসব আলোচনায় সৌদি আরবের ভিশন ২০৩০–এর সঙ্গে সামঞ্জস্য রেখে শক্তিশালী এআই অবকাঠামো গড়ে তোলার দিকটি গুরুত্ব পায়।
সামিটের শেষ অংশে একটি নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়। সেখানে বিনিয়োগকারী, উদ্যোক্তা ও এআই বিশেষজ্ঞরা সৌদি আরব ও সিলিকন ভ্যালির মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়ে মতবিনিময় করেন। এর লক্ষ্য—আরও উদ্ভাবনী, প্রতিযোগিতামূলক ও টেকসই ডিজিটাল ভবিষ্যৎ নিশ্চিত করা।

