যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ আধিপত্যের কোনো স্থান নেই। শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বর্ণবাদী শ্বেকাঙ্গ বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হন। নিহত তিনজনই কৃষ্ণাঙ্গ। ওই তিনজনকে হত্যার পর হামলাকারী নিজেও মারা যান।
ফ্লোরিডায় তিনজন কৃষ্ণাঙ্গ মানুষ হত্যার শোক জানাতে শত শত মানুষ রবিবার আলোক প্রজ্জ্বলন ও প্রার্থনায় গির্জায় জড়ো হন।
দক্ষিণে অবস্থিত রাজ্যের রিপাবলিকান গভর্নর রন ডিসান্টিস আলোক প্রজ্জ্বলনে অংশ গ্রহণকারীদের সামনে বক্তব্য দেন। কিন্তু মিছিলে অংশগ্রহণকারীরা তার বক্তব্য প্রত্যাখান করেন। কারণ এই গভর্নর বন্দুক নিয়ন্ত্রণ আইন দুর্বলের জন্য দায়ী।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন উল্লেখ করেন, ওয়াশিংটনে মার্টিন লুথার কিং জুনিয়রের বিখ্যাত ‘আই হ্যাভ এ ড্রিম’ বক্তৃতার ৬০তম দিনে হত্যাকাণ্ড ঘটেছে।