যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ বেড়েছে মুসলিম বিদ্বেষী হামলা

0

গত ২৮ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে ২০২৩ সালে সবচেয়ে বেশি মুসলিম বিদ্বেষী হামলার ঘটনা ঘটেছে। দেশটিতে মোট ৮ হাজার ৬১টি এই ধরনের হামলা হয়েছে ২০২৩ সালে। 

গতকাল বৃহস্পতিবার মুসলিম আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থা ‘কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স’ তথা কেয়ার’র উদ্বেগজনক এ তথ্য প্রকাশ করা হয়েছে। 

কেয়ারের গবেষক এবং এডভোকেসি কো-অর্ডিনেটর ফারাহ আফিফি এ প্রসঙ্গে বলেন, আমাদের আশঙ্কাকে ছাড়িয়ে গেছে প্রকৃত তথ্য। অর্থাৎ গোটা মুসলিম কম্যুনিটি ভীষণ আতঙ্কে দিনাতিপাত করছে। অভিবাসী এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থীরাও ধর্মীয় কারণে বৈষম্যের শিকার হচ্ছে বলে আফিফি অভিযোগ করেছেন। এ ধরনের বিদ্বেষের সংখ্যা ১ হাজার ৬৩৭। এরপরই রয়েছে কর্মক্ষেত্রে বৈষম্য অথবা বিদ্বেষী আচরণের ঘটনা।

এদিকে সিটি, স্টেট ও ফেডারেল প্রশাসনের পক্ষ থেকে চলতি রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর ফলে এখন পর্যন্ত কোন মসজিদ অথবা ইফতার মাহফিলে হামলার ঘটনা ঘটেনি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here