যুক্তরাষ্ট্রে মেটার ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ

0
যুক্তরাষ্ট্রে মেটার ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ

যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণের লক্ষ্যে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে মেটা। আগামী তিন বছরে প্রতিষ্ঠানটি দেশে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

এতে নতুন ডেটা সেন্টার নির্মাণ থেকে শুরু করে প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির মতো খাতগুলো অগ্রাধিকার দেওয়া হবে। 

সম্প্রীতি হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সঙ্গে এক ডিনারে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ এই বিনিয়োগের ঘোষণা দেন। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রে অন্তত ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছি। এটি আমাদের ভবিষ্যত-কেন্দ্রিক কৌশলের অংশ, যাতে এআই এবং কম্পিউটিং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমরা আগামী দিনের চাহিদা পূরণে প্রস্তুত থাকতে পারি।

প্রতিষ্ঠানটি ইতোমধ্যে কয়েকটি বড় এআই ডেটা সেন্টারের কাজ শুরু করেছে। টেক্সাসে ১.৫ বিলিয়ন ডলারের বিনিয়োগে একটি নতুন ডেটা সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছে মেটা, যা তাদের ২৯তম বৈশ্বিক ডেটা সেন্টার হতে যাচ্ছে।

এছাড়া লুইজিয়ানায় বৃহত্তম প্রকল্প বাস্তবায়নের জন্য মেটা ব্লু আউল ক্যাপিটালের সঙ্গে ২৭ বিলিয়ন ডলারের ফাইন্যান্সিং চুক্তি সম্পন্ন করেছে। মেটা আশা করছে, এআই-সম্পর্কিত বিনিয়োগের কারণে আগামী বছর উল্লেখযোগ্যভাবে বড় মূলধন ব্যয় হবে।

জুকারবার্গ বলেন, আমরা এখনই আমাদের কম্পিউটিং সক্ষমতা বহুগুণ বাড়াচ্ছি, যাতে সর্বাধিক আশাব্যঞ্জক ভবিষ্যৎ পরিস্থিতিতেও প্রস্তুত থাকতে পারি।

সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here