যুক্তরাষ্ট্রের পশ্চিম ম্যাসাচুসেটসে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় গতকাল রবিবার দুপুরে গ্রিনফিল্ড এবং লেডেনের সীমান্তে বিমানটি বিধ্বস্ত হয়। মার্কিন বিমান চলাচল প্রশাসন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানে পাইলটসহ ৩ আরোহী ছিলেন। বিমানটি বিধ্বস্ত হলে তারা সবাই মারা যান।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানায়, বিধ্বস্ত হওয়া বিমানটি দুই ইঞ্জিনবিশিষ্ট সেসনা-৩১০ মডেলের। প্রাথমিক তদন্তে দেখা গেছে, বিমানটি টেক্সাসের ক্যারিজো স্প্রিংস থেকে ব্রিজপোর্টে যাচ্ছিল। ব্রিজপোর্ট পৌর বিমানবন্দর থেকে ১০ মাইল দূরে বিমানটির ধ্বংসাবশেষ পড়ে ছিল।