দাসত্ব থেকে আফ্রিকানদের মুক্তির দিনের (জুনেটিনথ) উৎসবে বন্দুক হামলায় একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরো ২২ জন। পুলিশ জানিয়েছে, ইলিনয় রাজ্যের শান্তিপূর্ণ উদযাপন গোলাগুলির কারণে জীবনঘাতী হয়ে ওঠে।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো কোনো সন্দেহভাজনকে আটক করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় স্থানটি কানায় কানায় পূর্ণ ছিল। গুলির শব্দে লোকজন এদিক ওদিক ছুটতে থাকে।
উল্লেখ্য, জুন মাসের ১৯তম দিনটি জুনেটিনথ, এদিন সরকারি ছুটি থাকে যুক্তরাষ্ট্রে। মার্কিন নাগরিকরা দাসত্বের সমাপ্তির ঘোষণা হিসেবে দিনটি স্মরণ করে। ইতিহাস থেকে জানা যায়, ১৮৬৫ সালের ১৯ জুন গৃহযুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রের সমস্ত দাসদের সরকারিভাবে মুক্ত ঘোষণা করা হয়।
সূত্র: সিএনএন