যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যের লুইভেলে নগরীতে একটি ব্যাংকে সোমবার বন্দুক হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছে। খবর আল জাজিরা।
স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। সে ওই ব্যাংকের সাবেক কর্মী ছিল।
এই হামলায় আরও ছয় জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও আছেন।
পুলিশ ডিপার্টমেন্টের সহকারী প্রধান পল হামফেরি বলেছেন, ‘ঘটনাস্থলেই বন্দুকধারী মারা গেছে এটা নিশ্চিত। তবে এই মুহূর্তে আমরা তার মৃত্যুর কারণ ও পরিবেশ সম্পর্কেও কিছু জানি না।’
সকাল আটটায় ওই বন্দুক হামলার খবর পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
সূত্র: আল জাজিরা