দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত সেই উড়োজাহাজ থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করার কথা জানিয়েছেন দেশটির তদন্তকারীরা। বুধবার (১ জানুয়ারি) এ কথা জানিয়ে তদন্ত কর্মকর্তারা বলেছেন, বিশ্লেষণের জন্য একটি ব্ল্যাক বক্স যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে।
গত রবিবার (২৯ ডিসেম্বর) বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে ছিটকে পড়ে ১৮১ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় জেজু এয়ারের একটি উড়োজাহাজ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে এসে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হলে উড়োজাহাজটির ১৭৯ জন আরোহী নিহত হন।
এদিকে, দেশটির বেসামরিক বিমান চলাচলবিষয়ক উপমন্ত্রী জো জং–ওয়ান বলেন, ‘ব্ল্যাক বক্সটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটিতে থাকা তথ্য–উপাত্ত দেশে উদ্ধার করা সম্ভব নয়।’