যুক্তরাষ্ট্রে নানা অভিযোগে কংগ্রেসের স্পিকার অপসারিত

0

যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকারকে অপসারণ করা হয়েছে। মঙ্গলবার রিপাবলিকান কংগ্রেসম্যান কেভিন ম্যাককার্থিকে ভোটের মাধ্যমে প্রতিনিধি পরিষদের স্পিকার থেকে অপসারণ করা হয় ২১৬-২১০ ভোটে। দেশটির ইতিহাসে এটি প্রথম ঘটনা এবং দলের ভেতরে কোন্দলের চরম বহি:প্রকাশ বলে মনে করা হচ্ছে। 

ডেমক্র্যাটিক পার্টির প্রায় সকল কংগ্রেসম্যানের সাথে রিপাবলিকান পার্টির ৮ কংগ্রেসম্যানও স্পিকারকে অপসারণের পক্ষে ভোট দিয়েছেন। চরম দক্ষিণপন্থি রিপাবলিকানরা স্পিকারের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন। 

মঙ্গলবার সন্ধ্যায় কংগ্রেস স্পিকারহীন হয়ে পড়লে ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে অধিষ্ঠিত হয়েছেন অপসারিত স্পিকারের নিযুক্ত প্রো টেম্পোর স্পিকার কংগ্রেসম্যান প্যাট্রিক ম্যাকহেনরী (নর্থ ক্যারলিনা)। রিপাবলিকান পার্টি নতুন স্পিকার নিয়োগ না দেয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। 

উল্লেখ্য, অপসারণের পর পুনরায় স্পিকার পদে না লড়ার সিদ্ধান্ত জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান ম্যাককার্থি। এমনকি, কংগ্রেস থেকেও পদত্যাগ না করার সিদ্ধান্ত জানিয়েছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here