ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। দাবানলে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহুমূল্যের বাড়ি-ঘর ও গাড়ি। এরই মধ্যে ৫০ বিলিয়ন ডলারের সম্পদের ক্ষতি হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত সেখানে অন্তত ছয়টি আলাদা দাবানল সৃষ্টি হয়েছে। এর মধ্যেই, আগুন নেভাতে গিয়ে ড্রোনের সঙ্গে একটি অগ্নিনির্বাপক প্লেনের সংর্ষের খবর পাওয়া গেছে। বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।