যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত বেড়ে ৩৪

0

শক্তিশালী টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্য। এতে রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে ৩৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে দেশটির মিসৌরি অঙ্গরাজ্যে নিহত হয়েছে ১২ জন।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া কেন্দ্রের বরাতে রবিবার সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত এবং শনিবার ভোরে ২৬টি টর্নেডো আঘাত হানার খবর পাওয়া গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, টর্নেডোর আঘাতে গাড়ি উল্টে এবং ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। টর্নেডোর ফলে মিশিগান, মিসৌরি এবং ইলিনয়সহ পাঁচটি অঙ্গরাজ্যের প্রায় ১ লাখ ৭০ হাজার ঘরবাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

এদিকে, টর্নেডোর পরে আলাবামা এবং আরকানসাসের কিছু অংশসহ মধ্য মিসিসিপি, পূর্ব লুইসিয়ানা এবং পশ্চিম টেনেসিতে আকস্মিক বন্যা এবং সতর্কতা জারি করা হয়েছে।

দেশটির আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, আকস্মিক এই বন্যা মারাত্মক রূপ নিতে পারে। সূত্র: বিবিসি, সিবিএস নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here