ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ এবং গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে নিন্দা জ্ঞাপণের শ্লোগানে নিউইয়র্কসহ সমগ্র আমেরিকায় বুধবার ( ১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
নিউ ইয়র্ক অঞ্চলে প্রবাসীদের সর্ববৃহৎ ঈদ জামাতে অংশ নিয়ে স্টেট অ্যাসেম্বলীম্যান যোহরানকে মামদানী ‘ফ্রি প্যাালেস্টাইন’শ্লোগানের সাথে টানা ৫ মিনিটের বক্তব্যে গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কেন বাইডেন প্রশাসন যথাযথ পদক্ষেপ নিচ্ছে না, কেন নিউইয়র্কের সিটি মেয়র গণহত্যার অসহায় ভিকটিম ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার হচ্ছেন না প্রসঙ্গ উপস্থাপন করেন।
জ্যামাইকা মুসলিম সেন্টারের (জেএমসি) ব্যবস্থাপনায় কুইন্সের টমাস এডিসন হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ জামাতে মূল বক্তব্য উপস্থাপনকালে ইমাম শামসি আলীও পরম করুণাময়ের দয়া প্রার্থনা করেন অকথ্য বর্বরতা আর জঘন্য হত্যাযজ্ঞ থেকে ফিলিস্তিনিদের রক্ষার জন্যে।
এসময় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে সকলকে ঈদ মুবারক জানান নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মো. নাজমুল হুদা। মুসল্লীগণকে ঈদ মুবারক জানিয়ে আরো বক্তব্য দেন স্টেট সিনেটর জন ল্যু, ডিস্ট্রিক্ট এটর্নী মেলিন্ডা ক্যাটজ প্রমুখ। ঈদ জামাতে ইমামতি করেন জেএমসির পেশ ইমাম মাওলানা আবু জাফর বেগ।
নিউইয়র্ক সিটির ওজোনপার্কে মসজিদ আল আমান, এস্টোরিয়ায় আল আমিন মসজিদ, ব্রঙ্কসে পার্কচেস্টার জামে মসজিদ, নিউজার্সিতে প্যাটারসন মসজিদ, ফ্লোরিডায় ওয়েস্ট পামবীচ, ডেলরেবীচে আল আমিন ইসলামিক সেন্টার এবং ইসলামি সেন্টার অব বোকারেটন মসজিদের সম্মুখস্ত মাঠে ঈদের বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, নিউইয়র্কে ঈদ উপলক্ষে ছুটি থাকায় প্রতিটি জামাতেই নতুন প্রজন্মের উপস্থিতি ছিল লক্ষনীয়।