যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক ঈদের অনুষ্ঠানে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
স্থানীয় সময় বুধবার বিকালে পেনসিলভানিয়ার ওয়েস্ট ফিলাডেলফিয়ার ওয়াইলোসিং এভিনিউয়ের ৪৭০০ ব্লকের কাছে পার্কে আয়োজিত ঈদ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গোলাগুলির ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কেউ নিহত হয়নি বলে জানিয়েছেন পুলিশ কমিশনার কেভিন বেথেল।
জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে একজন পুলিশ অফিসার অস্ত্রধারী এক কিশোরের কাঁধে ও পায়ে গুলি করেন। পরে ওই কিশোরের অস্ত্রটি জব্দ করা হয় এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সূত্র: ভয়েস অব আমেরিকা