যুক্তরাষ্ট্রে ইউক্রেনীয় এফ-১৬ যুদ্ধবিমান পাইলটদের প্রশিক্ষণ সেপ্টেম্বর

0

আগামী মাস সেপ্টেম্বর থেকে ইউক্রেনীয় এফ-১৬ যুদ্ধবিমান পাইলটদের প্রশিক্ষণ দিবে যুক্তরাষ্ট্র। যাতে তারা রুশ বাহিনীর বিরুদ্ধে উন্নত বিমান ব্যবহার করতে পারে।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন।
 
ইউক্রেন দীর্ঘদিন ধরে এই অত্যাধুনিক ফাইটার জেটগুলো চেয়েছিল যাতে রুশ আক্রমণের বিরুদ্ধে আরও ভালভাবে লড়াই করা যায়। রুশ বাহিনীর দখলকৃত ভূমি পুনরুদ্ধারের লক্ষে এখন ইউক্রেন বাহিনী একটি উপযুক্ত পাল্টা আক্রমণে যুক্ত রয়েছে।

তিনি বলেন, ‘এই পাইলটরা পরের মাসে অ্যারিজোনায় এফ-১৬ ফ্লাইং প্রশিক্ষণে অংশ নেওয়ার আগে সেপ্টেম্বরে টেক্সাসের সান আন্তোনিওতে ল্যাকল্যান্ড এয়ার ফোর্স বেসে ইংরেজি ভাষায় প্রশিক্ষণ পরিচালনা করবে। অ্যারিজোনা প্রশিক্ষণ মরিস এয়ার ন্যাশনাল গার্ড বেসে অনুষ্ঠিত হবে।

হোয়াইট হাউস জানিয়েছে, বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার ইউক্রেনের প্রতিপক্ষ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কথা বলেছেন এবং তারা প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষাকে যতক্ষণ সময় লাগে সমর্থন করার এবং রাশিয়াকে তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করার জন্য মার্কিন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।’

সূত্র : ওয়াশিংটন পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here