বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের মিয়ার পক্ষাঘাতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর গত ১ এপ্রিল সার্জারি হয়। অসুস্থ হবার সংবাদ জেনে অনেকেই হাসপাতালে গেছেন, ফোন করে তার খোঁজ-খবর নিয়েছেন। এমন অবস্থায় ৪ এপ্রিল সকালে তাকে রিলিজ দিয়ে বাসায় পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়। ৬ এপ্রিল তিনি ফলোআপ করাতে আবারো হাসপাতালে গিয়েছিলেন। সবকিছু ঠিকমত রিকভারি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কাদের মিয়ার অস্ত্রোপচার থেকে চিকিৎসার প্রায় সবকিছুতেই নেতৃত্ব দেন কম্যুনিটির প্রিয়মুখ ডা. মশিউর রহমান মজুমদার।
উল্লেখ্য, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেনও খোঁজ নিয়েছেন কাদের মিয়ার। যুক্তরাষ্ট্র শাখার প্রেসিডেন্ট ড. খন্দকার মনসুর কাদের মিয়ার জন্য ম্যারিল্যান্ডের একটি মসজিদে দোয়া করিয়েছেন। নিউইয়র্কেও কয়েকটি মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।