যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু চুক্তি নিয়ে যা বললেন খামেনি

0

ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে আমেরিকার সাথে আলোচনা ইরানের সমস্যা সমাধানে কোনও পথ খুলবে না।

শুক্রবার তেহরানে বিমান বাহিনীর কর্মীদের সাথে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর তার “সর্বোচ্চ চাপ” পুনরায় আরোপের আদেশে স্বাক্ষর করেছেন। এরপরই যুক্তরাষ্ট্র ট্রাম্প আমলে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আমেরিকানদের ইরানের সাথে পারমাণবিক চুক্তি থেকে প্রত্যাহারের কথা উল্লেখ করে আয়াতুল্লাহ খামেনি বলেন, “যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা দেশের সমস্যা সমাধানে কোনও প্রভাব ফেলবে না, আমাদের এটি সঠিকভাবে করতে হবে।” 

তিনি আরও বলেছেন, “তাদের আমাদের কাছে ভান করা উচিত নয় যে আমরা যদি সেই সরকারের সাথে আলোচনার টেবিলে বসি, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। না, আমেরিকার সাথে আলোচনা করে কোনও সমস্যার সমাধান হবে না। কারণ? পূর্ব অভিজ্ঞতা!”

২০১৫ সালে ইরান এবং আমেরিকাসহ আরও ছয়টি দেশ দুই বছর ধরে আলোচনার পর বর্তমানে সুপ্ত জয়েন্ট কম্প্রিহেনসিভ অফ প্ল্যান্ট অফ অ্যাকশন (JCPOA) স্বাক্ষর করে, যা প্রেসিডেন্ট ট্রাম্প বাতিল করে দেন।

আয়াতুল্লাহ খামেনি সেই কঠিন এদিক-ওদিক ভ্রমণের কথা স্মরণ করেন, যেখানে জেনেভা শহরের কেন্দ্রস্থলে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং মোহাম্মদ জাভেদ জারিফের ১৫ মিনিটের হাঁটার কথা বলেন। 

খামেনি বলেন, “আমাদের সেই সময়কার সরকার বসে আলোচনা করেছিল। তারা আসা-যাওয়া চালিয়ে যাচ্ছিল। তারা বসে দাঁড়িয়ে আলোচনা করেছিল, তারা কথা বলেছিল, হেসেছিল, করমর্দন করেছিল, বন্ধুত্ব করেছিল, সবাই কাজ করেছিল এবং একটি চুক্তি হয়েছিল।’

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, “এই চুক্তিতে, ইরানি পক্ষ অত্যন্ত উদার ছিল, অন্য পক্ষকে অনেক ছাড় দিয়েছিল। কিন্তু আমেরিকানরা একই চুক্তি বাস্তবায়ন করেনি।”

খামেনি ট্রাম্পের কথা উল্লেখ করে বলেন “এখন যিনি পদে আছেন তিনিই চুক্তিটি ছুঁড়ে ফেলেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি এটি ভেঙে ফেলবেন এবং তিনি তা করেছিলেন; তারা চুক্তিতে কাজ করেননি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here