যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে মাদুরোর সম্মানসূচক ডিগ্রি গ্রহণ

0
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে মাদুরোর সম্মানসূচক ডিগ্রি গ্রহণ

ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাপূর্ণ অচলাবস্থার মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একটি সামরিক একাডেমি থেকে নিরাপত্তা বিষয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) একটি মেডেল, একটি লাল বেরেট এবং একটি কালো টিউনিক পরিধান করে মাদুরো বোলিভারিয়ান সামরিক বিশ্ববিদ্যালয় থেকে ‘নিরাপত্তা বিষয়ক’ ডিগ্রি গ্রহণ করেন। এটি ভেনেজুয়েলার ১২টি সামরিক একাডেমির একটি। 

বর্তমানে দেশটি এর উপকূলের কাছে ছয় সপ্তাহ ধরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের মুখোমুখি রয়েছে।

মার্কিন বাহিনী দাবি করেছে, তারা ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রের দিকে মাদক বহনকারী নৌকাগুলো ধ্বংস করেছে। অন্যদিকে, কারাকাস এই যুদ্ধজাহাজ মোতায়েনকে অবরোধের শামিল বলে বর্ণনা করেছে।

মাদুরো তার টুপি সম্পর্কে বলেন, ‘আমার টিউনিক এবং যুদ্ধের বেরেট আছে,‘যা তার প্রয়াত পরামর্শদাতা, সমাজতান্ত্রিক আইকন হুগো শ্যাভেজ পরতেন এমন একটি টুপির কথা মনে করিয়ে দেয়।’

মাদুরো বিশ্ববিদ্যালয়ের মঞ্চে প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ এবং অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বক্তব্য দেন।

তিনি দেশকে উচ্চ সতর্কতায় রেখেছেন এবং যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসন’ প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক বিশেষ ক্ষমতা অর্জনের জন্য জরুরি অবস্থা জারি করার প্রস্তুতির কথা জানান।

মাদুরো বলেন, তার প্রতিক্রিয়া জাতীয় শক্তি প্রদর্শন এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষার উদ্দেশ্যে।

তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অভিযোগ নাকচ করে বলেন, ভেনেজুয়েলার সামরিক বাহিনী মাদক চক্রের সঙ্গে যুক্ত নয়।

মাদুরো বলেন, ‘আমি মার্কো রুবিওর মন্তব্যের নিন্দা জানাচ্ছি এবং আমাদের সৈনিকদের নৈতিকতার পক্ষে সমর্থন দিচ্ছি।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মাদুরো নিজেই একটি মাদক চক্র পরিচালনা করেন এবং মাদক পাচার দমন করতেই এই যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।

যুক্তরাষ্ট্র মাদুরোর গ্রেফতারের জন্য ৫ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে। ভেনেজুয়েলা এবং অন্যান্য ল্যাটিন আমেরিকান দেশগুলো আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েন হয়তো  মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর জন্য একটি হামলার মহড়া হতে পারে। 

সূত্র : এএফপি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here