যুক্তরাষ্ট্রের লক্ষ্য আরেকটি লিবিয়া, আফগানিস্তান বা ইরাক তৈরি করা : মাদুরো

0
যুক্তরাষ্ট্রের লক্ষ্য আরেকটি লিবিয়া, আফগানিস্তান বা ইরাক তৈরি করা : মাদুরো

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো আরেকটি লিবিয়া, আফগানিস্তান বা ইরাক তৈরি করা। মার্কিন নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে বিশ্ব নতুন করে আরেকটি ‘ভিয়েতনাম’ দেখতে পারে।

মঙ্গলবার দেশটির রাজধানী কারাকাসে ওয়ার্কার্স ক্লাস কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় মাদুরো ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা এবং সম্প্রতি ভেনেজুয়েলার মালিকানাধীন ১৯ লাখ ব্যারেল তেলবাহী একটি বেসামরিক ট্যাঙ্কার আটকের তীব্র সমালোচনা করেন।

তিনি অভিযোগ করে বলেন, ওয়াশিংটন ইচ্ছাকৃতভাবে ভেনেজুয়েলার ওপর চাপ বাড়াতে মিথ্যা অজুহাত তৈরি করছে। এর লক্ষ্য হচ্ছে দেশটিকে লিবিয়া, আফগানিস্তান বা ইরাকের মতো সংকটে ঠেলে দেয়া। আমরা নতুন ভিয়েতনাম চাই না। ভেনেজুয়েলা ২৫ সপ্তাহ ধরে এই বহুমুখী আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে, প্রতিরোধ করছে এবং পরাজিত করে আসছে।

যুক্তরাষ্ট্র বিভিন্ন কৌশল প্রয়োগ করে ভেনেজুয়েলার বিরুদ্ধে চাপ সৃষ্টি করছে বলেও উল্লেখ করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। তিনি বলেন, মানসিক সন্ত্রাসবাদ থেকে শুরু করে জলদস্যুতার মতো অভিযান পরিচালনা করছে ওয়াশিংটন।

সূত্র : আনাদোলু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here