যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়েও গাজা সংঘাতের রেশ, চলছে ধরপাকড়-বহিষ্কার

0

গাজা সংকটের ঢেউ আছড়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। ফিলিস্তিনের পক্ষ নিয়ে আন্দোলন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর কর্তৃপক্ষও সেই বিক্ষোভ দমাতে মরিয়া। সবমিলিয়ে দিনে দিনে আরো ঘোলাটে হয়ে উঠেছে পরিস্থিতি।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি ফিলিস্তিনের পক্ষ নিয়ে বিক্ষোভ করার কারণে বৃহস্পতিবার বেশ কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। ব্রান্ডেস বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনের একটি সমর্থক শিক্ষার্থী গ্রুপকে নিষিদ্ধ করেছে। 

শুক্রবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছে, তারা ফিলিস্তিনের পক্ষে ন্যায় বিচার চাওয়ায় কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। এছাড়াও জিউশ ভয়েস ফর পিস নামের এক ছাত্র সংগঠনকেও স্থগিত করেছে।

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here