যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ড্রোন নকলের অভিযোগ

0
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ড্রোন নকলের অভিযোগ

ইরানের সামরিক প্রযুক্তি নকল করে নতুন ড্রোন বানানোর অভিযোগে যুক্তরাষ্ট্রকে ব্যঙ্গ করেছে তেহরান। দেশটির দাবি, নিজেদের তৈরি ‘শাহেদ’ ড্রোনের অনুকরণে মার্কিন প্রতিরক্ষা বিভাগ ড্রোন প্রস্তুত করায় প্রমাণ হয়েছে—ওয়াশিংটন ইরানি অস্ত্র প্রযুক্তির সামনে নতি স্বীকার করেছে।

মঙ্গলবার এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফাজল শেখারচি বলেন, যারা নিজেদের প্রযুক্তিগত সুপারপাওয়ার বলে পরিচয় দেয়, তাদের ইরানি ড্রোন অনুকরণে বাধ্য হতে দেখা আমাদের জন্য গর্বের বিষয়। শাহেদ সিরিজের ড্রোন রাশিয়া থেকে ইয়েমেন—অনেক মিত্রদেশেই সফলভাবে সরবরাহ করেছে তেহরান।

এদিকে আইআরজিসির মুখপাত্র আলি–মোহাম্মদ নাঈনি দাবি করেন, শাহেদ ড্রোন বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করে দীর্ঘপথ অতিক্রম করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তার ভাষায়, ইরানের অগ্রসরমান মিসাইল–ড্রোন সমন্বিত সক্ষমতার কারণেই সাম্প্রতিক ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলার সময়ও ইসরায়েল অনেক ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়। যুক্তরাষ্ট্রের নকলের চেষ্টা তাই তাদের উদ্বেগের প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।

ইরান–ইসরায়েল উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার মধ্যে ওয়াশিংটনের এই পদক্ষেপ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এর মধ্যেই মার্কিন প্রতিরক্ষা দফতর নিশ্চিত করেছে যে মধ্যপ্রাচ্যে নতুন ড্রোন মোতায়েন করা হয়েছে।

তথ্যসূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল ও ইরান ইন্টারন্যাশনাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here