যুক্তরাষ্ট্রের ‘নাকে ঘুষি মারার’ হুঙ্কার রুশ এমপির!

0
যুক্তরাষ্ট্রের ‘নাকে ঘুষি মারার’ হুঙ্কার রুশ এমপির!

রুশ তেল ট্যাঙ্কার জব্দের জবাবে যুক্তরাষ্ট্রের ‘নাকে ঘুষি মারতে’ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার একজন সংসদ সদস্য। মার্কিনি জাহাজ আটক করে পরমাণু অস্ত্র মেরে উড়িয়ে হুঙ্কার দিয়েছেন তিনি।

রুশ এমপি আলেক্সি জুরাভলেভ ইনস্টাগ্রাম পোস্টে এই ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, “এটা খুব সাধারণ একটা দস্যুপনা- একটি জাহাজকে  সশস্ত্র মার্কিন ফ্লিটের হামলা। এটা রাশিয়ার ভূখণ্ডে হামলারই সমান। কারণ আমাদের পতাকা নিয়েই জাহাজটি যাচ্ছিল। নিঃসন্দেহে এর কঠোর এবং দ্রুত প্রতিক্রিয়া জানাতে হবে। আমাদের সামরিক মতবাদ এমনকি এই ধরনের পরিস্থিতির প্রতিক্রিয়ায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়।”

একই সঙ্গে তিনি সাফ বলছেন, “প্রাপ্ত তথ্যানুসারে, একটি রাশিয়ান সাবমেরিন এবং আরও কিছু রাশিয়ান যুদ্ধজাহাজও জাহাজের কাছাকাছি কোথাও ছিল। টর্পেডো দিয়ে আক্রমণ করা, আমেরিকান কোস্টগার্ডের কয়েকটি কাটার ডুবিয়ে দেওয়া … তারা কয়েক হাজার কিলোমিটার দূরে তাদের উপকূল রক্ষা করতে পুরোপুরি সক্ষম- আমার মনে হয় ভেনেজুয়েলায় বিশেষ অভিযানের পরে দায়মুক্তির এক ধরনের উচ্ছ্বাস উপভোগ করা মার্কিন যুক্তরাষ্ট্রকে থামানোর একমাত্র উপায় হল এইভাবে নাকে ঘুষি মারা।”

দুই পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ফলত, রাশিয়ার মাটি থেকে আমেরিকার জন্য আসা এই বার্তা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রুশ তেল ট্যাঙ্কার আটকের পরও সেভাবে মুখ খোলেনি ক্রেমলিন। এই পরিস্থিতিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোনদিকে যায় সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। সূত্র: দ্য মিরর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here