এবার যুক্তরাষ্ট্রের জন্য আরও একটা দুঃসংবাদ দিলো রাশিয়া। ইউক্রেনকে দেওয়া তাদের চারটি দূরপাল্লার আতাকামস ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে রাশিয়া।
আজ শনিবার রাশিয়ার জানিয়েছে, ক্রিমিয়া লক্ষ্য করে ইউক্রেনীয় সেনাদের ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে কোনো তথ্য দেয়নি মস্কো।
যুক্তরাষ্ট্রের তৈরি আতাকামস ক্ষেপণাস্ত্র ৩০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের সরবরাহ করা এসব ক্ষেপণাস্ত্র যুদ্ধের ফলাফলে কোনো পরিবর্তন আনতে পারবে না।