যুক্তরাষ্ট্রের ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার যন্ত্রাংশ তৈরি করবে সৌদি

0

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলায় ২০১৭ সালে সৌদি আরবের কাছে সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ‘থাড’ বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। এবার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্রব্যবস্থা থাডের যন্ত্রাংশ তৈরি করতে চুক্তি সই করেছে সৌদি।

যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন সৌদি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি সই করেছে।

এমন সময় মার্কিন কোম্পানিটি এ চুক্তি সই করল, যখন মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

সৌদি আরবের রাজধানী রিয়াদে আয়োজিত সমরাস্ত্র প্রদর্শনী ‘ওয়ার্ল্ড ডিফেন্স শো’র ফাঁকে এ চুক্তির ঘোষণা দেওয়া হয়। দেশটির সরকারি বার্তা সংস্থা জানায়, এ প্রদর্শনীতে ১১টি চুক্তি সই করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন সৌদি অ্যারাবিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রি (সামি)। এ অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এসব চুক্তি সই হলো।

সূত্র : রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here