অবিশ্বাস্য হলেও সত্য যে, যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মচারিদের তুলনায় কানাডার কর্মচারিদের বেতন আড়াই গুণ বেশি। এমন অবস্থায় কানাডার কর্মচারিদের ন্যূনতম মজুরি ঘণ্টা আরেক দফা বাড়ছে আগামী ১লা এপ্রিল।
কানাডার ফেডারেল কর্মচারিদের বেতন ১লা এপ্রিল থেকে ৬৫ সেন্ট বেড়ে প্রতি ঘণ্টায় ন্যূনতম মজুরি হবে ১৭.৩০ ডলার করে। বর্তমানে প্রতি ঘণ্টায় পাচ্ছেন ন্যূনতম ১৬.৬৫ ডলার।
লিবারেল পার্টির সরকার ২০২১ সালে ন্যূনতম মজুরি ঘণ্টা নির্দ্ধারণ করেছিল ১৫ ডলার করে। সে সময়েই সিদ্ধান্ত দেয়া হয় যে, মুদ্রাস্ফীতির আলোকে প্রতি বছরই তা বৃদ্ধি করা হবে।
এদিকে, পাশের দেশ যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মচারিদের ন্যূনতম মজুরি ঘণ্টা হচ্ছে ৭.২৫ ডলার করে। এই রেট ধার্য করা হয়েছে ২০০৯ সালে। এরপর দ্রব্যমূল্য অনেক বেড়েছে। মুদ্রাস্ফীতি কত পার্সেন্ট বেড়েছে সেটিও কারো অজানা নেই। তবুও বাড়েনি ন্যূনতম মজুরি।
অথচ ক্যালিফোর্নিয়া, নিউইয়র্কসহ বেশ কটি স্টেটের ন্যূনতম মজুরি ঘণ্টা অনেক আগেই ফেডারেল কর্মীর তুলনায় দ্বিগুণ হয়েছে। নানা সমালোচনা-আলোচনার পর গত বছর ২৫ জুলাই ইউএস সিনেট এবং হাউজে মজুরি বৃদ্ধির বিল উত্থাপণ করা হলেও তা পাশ হয়নি এখন পর্যন্ত। সেই বিলে ২০২৮ সালের মধ্যে ন্যূনতম মজুরি ঘণ্টা ১৭ ডলারে বৃদ্ধির প্রস্তাব রয়েছে। অর্থাৎ সারাবিশ্বের মানবাধিকার ও সুশাসন নিয়ে যারা হরদম গলাবাজি করছে, তাদের দেশের কঠোর পরিশ্রমীরাই বেতন-ভাতার ক্ষেত্রে চরমভাবে অবহেলিত রয়ে গেছে।