যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জর্ডান সীমান্তে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য ওয়াশিংটনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে বলেছে।
জর্ডানের এক সামরিক মুখপাত্র রোববার রাষ্ট্রীয় গণমাধ্যমকে এই তথ্য বলেছেন।
সিএনএনের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির সময়ে এই অনুরোধ আসলো।
জর্ডান সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা আল-হিয়ারি আল-মামলাকা টিভিতে বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়ে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে বলেছি। এই ব্যবস্থা ব্যয়বহুল এবং স্থানীয় সক্ষমতা দিয়ে ব্যবহার করা যাবে না। আমাদের একটি কৌশলগত অংশীদার প্রয়োজন।
আল-হিয়ারি বলেন, জর্ডান উত্তর, পূর্ব ও পশ্চিম দিক থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ চলমান হুমকির মুখোমুখি হচ্ছে এবং প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এ ধরনের হুমকি মোকাবিলায় সেরা অস্ত্র।
আল-হিয়ারি বলেন, জর্ডান মাদক চোরাচালানে ব্যবহৃত ড্রোনগুলির বিরুদ্ধেও লড়াই করার জন্য কম্ব্যাট ড্রোন সিস্টেমের অনুরোধ করছে। জর্ডানের সমস্ত ফ্রন্টের জন্য এই ড্রোনগুলো হুমকি হয়ে উঠেছে।
আমরা আমেরিকান পক্ষকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়ে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে বলেছি