মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গাজায় আপাতত স্থল অভিযান বিলম্বিত করতে সম্মত হয়েছে ইসরায়েল।
মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইরাক, সিরিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মার্কিন সেনাসহ ওই অঞ্চলে প্রায় ১১টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের জন্য পেন্টাগন কাজ করছে।
রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সতর্ক করে দিয়ে বলেন, ইসরাইল-গাজা যুদ্ধে মার্কিন সেনাদের টার্গেট করা হলে ওয়াশিংটন পাল্টা জবাব দেবে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে দেশটির ১৪০০ মানুষ নিহত হয়। হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর বোমা বর্ষণে এখন পর্যন্ত ৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যার অর্ধেক নারী ও শিশু। ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করতে চায়। কিন্তু যুক্তরাষ্ট্র আপাতত সেটা না করতে আহ্বান জানাচ্ছে।