যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা, অবিলম্বে শুল্ক প্রত্যাহারের দাবি চীনের

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ শুল্ক নিয়ে এবার প্রতিক্রিয়া জানাল চীন। বেইজিং নতুন করে আরোপিত মার্কিন শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে দেশটি। বৃহস্পতিবার চীন এ কথা জানিয়েছে। খবর রয়টার্সের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে আমদানি পণ্যের ওপর ন্যূনতম ১০ শতাংশ শুল্কারোপ এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারদের ওপর কঠোর অতিরিক্ত শুল্ক আরোপের মাধ্যমে বিশ্বজুড়ে একটি সম্ভাব্য বাণিজ্যযুদ্ধের সূত্রপাত করেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এসব শুল্ক আন্তর্জাতিক বাণিজ্য নীতিবিরোধী। এটা সংশ্লিষ্ট দেশগুলোর বৈধ অধিকার ও স্বার্থের গুরুতর ক্ষতি করবে।

মন্ত্রণালয়টি ওয়াশিংটনের প্রতি এসব শুল্ক ‘অবিলম্বে বাতিল’ করার আহ্বান জানিয়েছে। সতর্ক করে দিয়েছে যে এটি ‘বিশ্বের অর্থনৈতিক উন্নয়নকে বিপন্ন করবে’ এবং মার্কিন স্বার্থ এবং আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলের ক্ষতি করবে।

ট্রাম্পের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দেশগুলোর একটি হচ্ছে চীন। দেশটির ওপর বিশেষভাবে ৩৪ শতাংশ কঠোর শুল্কারোপ করেছেন ট্রাম্প। এ ছাড়া অন্যান্য দেশের মতো চীনের ওপরও ১০ শতাংশ ন্যূনতম শুল্ক প্রযোজ্য হবে।

এর আগে, গত মাসে চীনের সব পণ্যের ওপর ২০ শতাংশ শুল্কারোপ করেছিল যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় চীন সয়াবিন, শূকরের মাংস, মুরগির মাংসসহ বিভিন্ন মার্কিন কৃষিপণ্যের ওপর ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here