যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করে প্রধান তেল-গ্যাসক্ষেত্র দখলে নিলো সিরীয় বাহিনী

0
যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করে প্রধান তেল-গ্যাসক্ষেত্র দখলে নিলো সিরীয় বাহিনী

ইরাকের সীমান্তবর্তী পূর্ব সিরিয়ার তেলসমৃদ্ধ দেইর এজোর প্রদেশে দেশটির সবচেয়ে বড় তেলক্ষেত্র ওমর অয়েল ফিল্ড এবং কনোকো গ্যাসক্ষেত্র দখলে নিয়েছে সিরীয় সরকারি বাহিনী। যুক্তরাষ্ট্রের আহ্বান অমান্য করে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে এসব প্রধান তেল-গ্যাসক্ষেত্র দখলে নিয়েছে তারা। রবিবার এ তথ্য জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দেশটির নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ইরাক সীমান্তবর্তী তেলসমৃদ্ধ এলাকায় সিরীয় বাহিনীর মিত্র আরব গোত্রীয় যোদ্ধারা অগ্রসর হলে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে আসে এই তেল ও গ্যাসক্ষেত্রগুলো। ইউফ্রেটিস নদীর পূর্ব তীরে অবস্থিত এসব ক্ষেত্র অন্যতম প্রধান রাজস্ব উৎস ছিল কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর। সরকারি কর্মকর্তারা জানিয়েছে, ইউফ্রেটিসের পূর্বাঞ্চলের এই তেলক্ষেত্রগুলো দখলের ফলে কুর্দি নেতৃত্বাধীন বাহিনী বড় ধরনের আর্থিক ধাক্কা খেয়েছে। তাদের দাবি, এসব সম্পদ মিলিশিয়া কার্যক্রমে ব্যবহার করা হচ্ছিল রাষ্ট্রের কাছ থেকে বঞ্চিত করে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অগ্রযাত্রা বন্ধের আহ্বান জানানো হলেও উত্তর-পূর্ব সিরিয়ার আরব-সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে অভিযান অব্যাহত রাখে সিরীয় সেনাবাহিনী। এসব এলাকা যুক্তরাষ্ট্রসমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস’র (এসডিএফ) নিয়ন্ত্রণে ছিল। একটি সরকারি সূত্র জানায়, কুর্দি নেতৃত্বাধীন বাহিনী পরাস্ত হয় আরব গোত্রীয় যোদ্ধাদের নেতৃত্বে চালানো অভিযানে। এর ফলে ইউফ্রেটিস নদীর পূর্ব তীরে ১৫০ কিলোমিটারের বেশি বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণে নেয় সরকার ও তাদের মিত্ররা। সূত্র: আল-আরাবিয়া, আল-জাজিরা, রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here