যুক্তরাষ্ট্রকে ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি

0
যুক্তরাষ্ট্রকে ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ক্ষেত্রে কোনো ধরনের ‘অবমাননাকর শর্ত’ মেনে নেবে না। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন আলোচনার আড়ালে মূলত ইরানের সামরিক শক্তি খর্ব করার চেষ্টা করছে।

তেহরানে উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। পেজেশকিয়ান বলেন, শত্রুরা ইরানের ক্ষমতার প্রতিটি স্তম্ভ কেড়ে নিতে চায় যাতে ইহুদি শাসনের সামনে তেহরানকে অসহায় করে তোলা যায়। 

পেজেশকিয়ান জানান, ইরান শান্তি চায়, তবে কোনো পক্ষ থেকে খবরদারি বা জবরদস্তি বরদাশত করা হবে না।

ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, ইরান ইতোপূর্বে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আন্তরিকভাবে আলোচনায় যুক্ত ছিল। কিন্তু জুন মাসের মাঝামাঝি সময়ে শুরু হওয়া যুদ্ধ সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। বর্তমানে ওয়াশিংটন আলোচনার ধারাবাহিকতা রক্ষার জন্য যেসব কঠিন ও অবমাননাকর শর্ত জুড়ে দিচ্ছে তা প্রত্যাখ্যান করে পেজেশকিয়ান বলেন, ইরান কখনোই কোনো ধরনের অবমাননার কাছে মাথা নত করবে না। দুর্বল ও খণ্ডিত ইরানকে তিনি মেনে নেবেন না। তার মতে, যুক্তরাষ্ট্র মূলত আলোচনার টেবিলে ইরানকে নিরস্ত্র করতে চাইছে, যা দেশটির সার্বভৌমত্বের পরিপন্থী।

সূত্র: প্রেস টিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here