যুক্তরাষ্ট্রকে ইরানের নয়া হুঁশিয়ারি

0

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তেহরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সাথে পরোক্ষ আলোচনার মধ্যিই ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি দাবি করেছেন, এই আলোচনা ভেস্তে দেয়ার জন্য তেল আবিব উঠে পড়ে লেগেছেন।

আরাঘচি বলেছেন, অতীতে নাশকতা প্রচেষ্টা এবং হত্যার প্রচেষ্টার কারণে দেশের নিরাপত্তা পরিষেবাগুলো বর্তমানে উচ্চ সতর্কতায় রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আরাঘিচি বলেন, ইসরায়েল এবং কিছু বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী এই কূটনীতিকে (পরমাণু আলোচনা) বিপথগামী করার চেষ্টা করছে। তারা বিভিন্ন কৌশল ব্যবহার করছে। এটা সবার কাছে স্পষ্ট।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, অতীতে নাশকতা এবং হত্যা অভিযানের চেষ্টার কারণে ইরানের নিরাপত্তা পরিষেবাগুলি উচ্চ সতর্কতায় রয়েছে। তিনি এবার হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যেকোনও আগ্রাসনের ক্ষেত্রে বৈধ প্রতিক্রিয়া জানাবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রচারণা এবং ভুল তথ্য প্রচারের বিষয়েও সতর্ক করেছেন।

আরাঘচি বলেছেন, যারা জনমতকে নিয়ন্ত্রণ করতে চাইছেন তারাও ভীতিকর স্যাটেলাইট চিত্রের মতো কাল্পনিক দাবি এবং প্রণোদনা নিয়ে আসবে বলে আশা করা যেতে পারে। 

সূত্র: প্রেস টিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here