যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান

0
যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান

টানা সহিংস আন্দোলনের মুখে লন্ডনে ইরানের পতাকা অবমাননার প্রতিবাদে তেহরানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। বার্তাসংস্থা রয়টার্সসহ বেশ কিছু সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (১০ ডিসেম্বর) লন্ডনের কেনসিংটনে ইরানি দূতাবাসের সামনে প্রবাসীদের একটি দল ইরানে চলমান বিক্ষোভের প্রতি সমর্থন জানাতে জড়ো হয়েছিলেন। ওই সময় এক বিক্ষোভকারী দূতাবাসের দেয়াল বেয়ে উপরে উঠে যান এবং ইরানের পতাকাটি সরিয়ে ফেলেন।

এরপর তিনি তাবাসের প্রবেশপথের উপরের বারান্দায় ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব-পূর্ববর্তী ইরানের রাজকীয় পতাকা (যাতে সিংহ এবং সূর্যের প্রতীক রয়েছে) প্রদর্শন করেন। এদিকে এ ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষুব্ধ জনতা অপমানজনক স্লোগান দেওয়ার সময় দূতাবাসের কর্মীরা বিকল্প ব্যানারটি সরিয়ে ফেলেন। 

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইরনা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ‘লন্ডনে ইরানি দূতাবাসের পতাকা সরিয়ে অবমাননা করার’ দায়ে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক আলী রেজা ইউসেফি ব্রিটিশ কূটনীতিকের কাছে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তবে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর রাষ্ট্রদূত হুগো শর্টারকে আনুষ্ঠানিকভাবে ‘তলব’ করার বিষয়টি অস্বীকার করেছে।

এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার ইতোমধ্যেই অভ্যন্তরীণ বিক্ষোভ মোকাবেলায় তেহরানের সমালোচনা করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে  পোস্ট করে ইরানি কর্তৃপক্ষকে ‘সহিংসতা বা প্রতিশোধের ভয় ছাড়াই শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণের জন্য তাদের জনগণের মৌলিক অধিকারকে সম্মান করার আহ্বান জানিয়েছেন। 

খাদ্য ও নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় দুই সপ্তাহ ধরে তেহরানে বিক্ষোভ শুরু হয়েছে। সহিংসতায় এখন পর্যন্ত ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here