যুক্তরাজ্যের কারাগারে মৃত্যুঝুঁকিতে ফিলিস্তিন অ্যাকশনের ৬ কর্মী

0
যুক্তরাজ্যের কারাগারে মৃত্যুঝুঁকিতে ফিলিস্তিন অ্যাকশনের ৬ কর্মী

যুক্তরাজ্যের বিভিন্ন কারাগারে অনশনরত ‘ফিলিস্তিন অ্যাকশন’ সংগঠনের আট বন্দির ছয়জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তারা মৃত্যুঝুঁকিতে রয়েছেন বলে সতর্ক করেছেন চিকিৎসক ও স্বাস্থ্যসেবার সংশ্লিষ্টরা।

বিভিন্ন কারাগারে বন্দী থাকা সংগঠনটির কয়েকজন ৪৭ দিন আগে খাবার গ্রহণ না করে কয়েকটি দাবিতে অনশন শুরু করেন। ২০ থেকে ৩১ বছর বয়সী এই কর্মীদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ বা সম্পত্তি ক্ষতির অভিযোগ আনা হয়েছে। ব্রিটিশ সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সংগঠনটিকে নিষিদ্ধ করায় এসব মামলা।

জানা গেছে, দুজন গত নভেম্বরের শুরু থেকে অনশন শুরু করেন। পরবর্তী সময়ে অন্যরাও এতে যোগ দেন। আটজনের মধ্যে দুজন অনশন সাময়িকভাবে স্থগিত করেছেন। একজন ডায়াবেটিসে আক্রান্ত হওয়ায় এক দিন পরপর অনশনে অংশ নিচ্ছেন। ফলে বর্তমানে পাঁচজন সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।

বৃহস্পতিবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে বন্দি কেসার জুহরাহর আত্মীয় এলা মুলসডেল বলেন, ‘তারা আজ ৪৭তম দিনের অনশনে আছেন। চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে ৩৫ দিনের বেশি যেকোনো অনশন জীবননাশের গুরুতর পর্যায়ে পৌঁছে যায়।’

এলা আরও বলেন, প্রায় সাত সপ্তাহের অনশনে জুহরাহ শরীরের ১৩ শতাংশ ওজন হারিয়েছেন, তাকে দুইবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসের জরুরি চিকিৎসক জেমস স্মিথ কয়েকজন অনশনরত বন্দী ও তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সব অনশনকারীই মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন, তাদের মৃত্যুঝুঁকিও অত্যন্ত কাছাকাছি। 

তিনি আরও বলেন, ‘এই ধারাবাহিকতা বজায় থাকলে সহজ ভাষায় বলা যায়, অনশনকারীরা মৃত্যুর দিকেই এগোচ্ছেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here