জার্নাল অব আমেরিকান মেডিকেল এসোসিয়েশনের (জামা) গবেষণা জরিপ অনুযায়ী, যারা পুরো সময় বসে কাজ করেন তাদের মৃত্যুর আশঙ্কা স্বাভাবিকের চেয়ে ১৬ শতাংশ বেশি। আর এ মৃত্যু হতে পারে যেকোন কারণে।
টানা ১৩ বছর উপরোক্ত কর্মীদের ওপর গবেষণা-পর্যবেক্ষণের পর ৪ ফেব্রুয়ারি এ তথ্য প্রকাশ করা হয়েছে। এ জরিপ পরিচালনা করা হয় ৪ লাখ ৮১ হাজার ৬৮৮ পুরুষ এবং ২ লাখ ৫৬ হাজার ৭৭ কর্মজীবী নারীর ওপর। যারা কর্মরত অবস্থায় মারা গেছেন।