‘যারা দেশ নিয়ে খেলা করেছে তারা আজকে দেশে নেই’

0
‘যারা দেশ নিয়ে খেলা করেছে তারা আজকে দেশে নেই’

ব্রাহ্মণবাড়িয়া-৪  (কসবা-আখাউড়া)  আসনের বিএনপির মনোনিত প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন, বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশপ্রেমিক। তিনি দেশকে ভালোবাসতেন বলেই তাকে দেশ ত্যাগ করতে হয়নি। কোনো দিন তিনি দেশ ছেড়ে যাবেন বলেন নাই। খালেদা জিয়া দেশেই ছিলেন। কিন্তু যারা দেশ নিয়ে খেলামেলা করেছে তারা আজকে দেশে নাই। এটা আল্লাহর মেহেরবানী। খালেদা জিয়ার প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা আপনারা দেখেছেন। তার জানাজায় মানুষের ঢল নেমেছিল। বাংলাদেশে ঘরে ঘরে খালেদা জিয়ার জন্য দোয়া করেছে।  

মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি-নুরপুর বাজারে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি আরও বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ নীতি বহন করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্লোগান দিয়েছেন সবার আগে বাংলাদেশ। এই সবার আগে বাংলাদেশের মানে কি? মানে হলো এখানে আমরা সবাই বাংলাদেশী। এখানে কারও মধ্যে ডিসক্রিমিনেশন (বৈষম্য) নাই। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব এক। এখানে কোন বিভেদ নাই। 

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করা স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ আলী, ঢাকা ওয়াসা সিবিএ’র সদস্য কামাল উদ্দিন, ধরখার ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ হুমায়ুন কবীর জীবন প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মুফতি ইমন রেজা হানাফী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here