‘যারা খালেদা জিয়াকে নিয়ে স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে থাকবে’

0

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়া কারাগার বা বাসায় বসে তার দলকে পরিচালনা করতেই পারেন। কিন্তু সশরীরে তিনি রাজনীতি করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত তার সাজার মেয়াদ শেষ না হচ্ছে, ততক্ষণ একজন দণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে তিনি নির্বাচনেও অংশ নিতে পারবেন না। যারা নির্বাচনকে কেন্দ্র করে বেগম জিয়াকে নিয়ে স্বপ্ন দেখছেন, তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে থাকবে। 

আজ বেলা ১১টায় কুষ্টিয়া সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠানেযোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় আরও বক্তব্য রাখেন কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here