কিশোরগঞ্জে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতার জাকারিয়া ওরফে জাকু কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পূর্ব চরকরণশী দুইআনিপাড়া গ্রামের মস্তুফার ছেলে।
র্যাব সূত্র জানায়, ২০০৪ সালের জুলাই মাসে করিমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ সংক্রান্ত একটি মামলা হয়। আদালতে বিচার শেষে এ মামলার প্রধান আসামি জাকারিয়া ওরফে জাকুর যাবজ্জীবন সাজা হয়। সাজা থেকে বাঁচতে দীর্ঘদিন তিনি বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন। র্যাব গোয়েন্দা নজরদারি চালিয়ে নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি এলাকায় তার অবস্থান নিশ্চিত করে।