কক্সবাজারে ঢাকা থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী বাস তল্লাশি করে ৩ কেজি ১৪৭ গ্রাম হেরোইন জব্দ করেছে বিজিবি। সোমবার (২৮ আগস্ট) সকালে এই বিপুল পরিমাণ হেরোইন জব্দ করা হয়।
সূত্র জানায়, বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়কের দিক নির্দেশনায় উপাধিনায়ক মেজর আবদুল আজিজ ভূঁইয়ার নেতৃত্বে বিজিবি’র একটি চৌকস আভিযানিকদল কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে মহাসড়কের ওপর ঢাকা হতে কক্সবাজারগামী যাত্রীবাহী বাস তল্লাশি করে মালিকবিহীন ৩ কেজি ১৪৭ গ্রাম কেজি হেরোইন জব্দ করতে সক্ষম হয়।