সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু পশ্চিম থানার সামনে পাকা রাস্তার উপরে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন-রংপুরের পীরগঞ্জ থানার বড় করিমপুর এলাকার মৃত বনমালীর ছেলে শ্রী সুজন চন্দ্র (৩২), শ্রী যতিনের ছেলে শ্রী যতিশ (৩৫), একই এলাকার শ্রী কালিপ্রদের ছেলে বিজয় চন্দ্র (৩০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।