যাকে নিজের বিকল্প ভাবেন ওয়ার্নার

0

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন ডেভিড ওয়ার্নার। এরপরই অস্ট্রেলিয়ার টেস্ট দলে সাদা জার্সি পরে ইনিংস ওপেন করবেন নতুন কেউ। কিন্তু কে হবেন সেই ব্যাটার? 

বল টেম্পারিংয়ের দায়ে নিষেধাজ্ঞা ভোগ করে ফেরা ক্যামেরুন ব্যানক্রফটের নাম বলেছেন কেউ কেউ। ওয়ার্নারের সাবেক ওপেনিং সঙ্গীও ছিলেন তিনি। তবে ডেভিড ওয়ার্নার নিজে মনে করেন তার জায়গা পূরণ করতে পারেন মার্কাস হ্যারিস।

ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা বাল্যবন্ধু। দু’জনেরই বয়সই ৩৭ বছর হয়ে গেছে। তবে ওয়ার্নার মনে করেন খাজা যতদিন ইচ্ছে এখনও খেলে যেতে পারেন। ওয়ার্নার বলেছেন, ‘উজি এখন প্রতিটি ম্যাচ তার শেষ ধরে খেলে। সে এখন যে মানসিকতা নিয়ে খেলে তাতে যতদিন সম্ভব সে খেলা চালিয়ে যেতে পারে। গত এক বছর সে ছিল অসাধারণ। যতদিন তার ভালো লাগবে সে খেলা চালিয়ে যেতে পারে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here