যশোর-৫ আসন থেকে সরে দাঁড়ালেন তৃণমূল বিএনপির প্রার্থী

0

গতকাল বৃহস্পতিবার রাতে মনিরামপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাতীয় পার্টির প্রার্থী এমএ হালিম। সরে দাঁড়ানোর কারণ হিসেবে তিনি বলেন, বেশিরভাগ মানুষ ভোট দিতে যাবে না। তাছাড়া ভোটে সংঘাতের আশঙ্কা রয়েছে। দেশের বড় একটি দল নির্বাচন বয়কট করেছে। এসব কারণেই নেতাকর্মীদের সাথে কথা বলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। 

জাপা প্রার্থীর এই সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পর শুক্রবার দুপুরে একই আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তৃণমূল বিএনপির প্রার্থী মেজর (অব.) আ ন ম মোস্তফা বনি। যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়ে বলেন, এই দলের মনোনীত প্রার্থী হিসেবে শুরু থেকেই আমি হীনমন্যতায় ভুগছি ও আত্মদহনে দগ্ধ হচ্ছি। এমন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা অত্যন্ত বেমানান ও অমর্যাদাকর। দেরীতে হলেও সঠিক উপলব্ধি হওয়ায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। একইসাথে তৃণমূল বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণাও দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here