যশোর শহরে যুবককে কুপিয়ে হত্যা

0

যশোর শহরের রেলস্টেশন এলাকায় মোহাম্মদ জুম্মান (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জুম্মান শহরের শংকরপুর এলাকার মুরাদ হোসেনের ছেলে। 

যশোর ডিবি পুলিশের ওসি রূপন সরকার জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের শংকরপুর রেলস্টেশন এলাকায় প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে জুম্মানকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোরের আড়াইশ’ শয্যাবিশিষ্ট্য জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত জুম্মানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১০টিরও বেশি মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here