এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে এবার পাসের হার দাঁড়িয়েছে ৮৬ দশমিক ১৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৬১৭ শিক্ষার্থী। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৯৫ দশমিক ১৭ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছিল ৩০ হাজার ৮৯২ শিক্ষার্থী।
শুক্রবার বেলা ১১টায় যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমদ।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এবার যশোর বোর্ডের অধীন খুলনা বিভাগের দুই হাজার ৫৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৫৫ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ১৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। আর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে।