নিষিদ্ধ পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত হত্যা মামলার আসামি সাইফুল আলম মোল্যা ওরফে সাইফুল মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের রায়পাড়া বাবলাতলা এলাকার একটি মাছের হ্যাচারি থেকে যশোর ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেফতারকরে।
যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম জানান, সাইফুলকে আটকে অভিযান শুরু হলে তিনি গত ৫ দিন ধরে যশোর শহরের বাবলাতলা এলাকার আল আমিন হ্যাচারিতে মৎস্য শ্রমিকের ছদ্মবেশে আত্মগোপন করেছিলেন। তার কাছ থেকে ভারতীয় নম্বরের একটি মোবাইল ফোন ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, সাম্প্রতিক সময়ে সাইফুল ভারত সীমান্তবর্তী সাতক্ষীরা এলাকায় ছিলেন। সংসদ সদস্য আনার হত্যার ঘটনায় সাইফুলের কোনও সম্পৃক্ততা আছে কিনা তা পুলিশ তদন্ত করে দেখবে বলে জানান এসআই মফিজুল ইসলাম।