যশোরে স্তন ক্যান্সার সচেতনতা র‍্যালি ও আলোচনা সভা

0
যশোরে স্তন ক্যান্সার সচেতনতা র‍্যালি ও আলোচনা সভা

বিশ্বব্যাপী অক্টোবর মাসকে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। এ উপলক্ষে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) “আমরা নারী” এবং এর সহযোগী সংগঠন “আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট” আয়োজিত স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এদিন সকাল ৯টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। যশোর সদরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী এতে অংশগ্রহণ নেন। র‍্যালি শেষে যশোর জেলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার জনাব রওনক জাহান। আয়োজিত এ অনুষ্ঠানের সহযোগী পার্টনার ছিল ইয়াভ ফাউন্ডেশন।

অতিথিবৃন্দ নারীর স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। 

আলোচনায় আরও উপস্থিত ছিলেন, যশোর জেলা স্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, যশোর সদর হাসপাতালের ক্যান্সার সার্জন ডা. বনি আমিন, যশোর মেডিকেল কলেজের ডা. তৌহিদুর রহমান শাকিল এবং ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক এম এম জাহিদুর রহমান বিপ্লব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here