যশোরে শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ প্রত্যাহারের দাবি

0

ওষুধ, এলপি গ্যাস, গুড়া দুধসহ শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সম্পাদক তানভিরুল ইসলাম সোহান বলেন, রাজস্ব আয় বাড়াতে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাড়িয়ে সরকার দুটি অধ্যাদেশ জারি করেছে। এতে মূল্যস্ফীতি ও ব্যবসায়ের খরচ বাড়বে, যা সাধারণ মানুষের জীবনমানের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান বলেন, বিগত অবৈধ সরকারের সীমাহীন দুর্নীতি ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতির অবস্থা খুবই ভঙ্গুর। আইএমএফের ঋণ পেতে অবৈধ সরকার কয়েক ধাপে ভ্যাট বাড়ানোর মতো কঠিন শর্ত মেনে নিয়েছিল।

মিজানুর রহমান খান দাবি করেন, অবৈধ সরকারের ঋণের শর্ত পুনর্বিবেচনার জন্য আইএমএফের প্রতি আহ্বান জানাতে হবে। গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট একটি সরকার অবৈধ সরকারের চুক্তির ধারাবাহিকতা বজায় রেখে জনগণের দুর্ভোগ বাড়াতে পারে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here