যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, ‘গণপিটুনিতে হামলাকারী’ নিহত

0
যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, ‘গণপিটুনিতে হামলাকারী’ নিহত

যশোরের চৌগাছা উপজেলার সলুয়া বাজারে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে রফিকুল ইসলাম (৪২) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে গণপিটুনিতে নিহত হয়েছেন হামলাকারী আব্দুল আলিম পলাশ (৩৫)। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দুইজনের বাড়িই যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামে। 

নিহত রফিকুল ইসলাম যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে। আর আব্দুল আলিম পলাশ একই গ্রামের হযরত আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুর আড়াইটার দিকে রফিকুল ইসলাম তার সলুয়া বাজারের মুদি দোকানের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথে সলুয়া কলেজের সামনে পৌঁছালে পলাশ নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে রফিকুলের ওপর হামলা করে ও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা রফিকুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে ডাক্তাররা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে নড়াইলে পৌঁছালে মারা যান তিনি।

এদিকে রফিকুলের ওপর হামলার ঘটনায় কয়েকজন এলাকাবাসী হামলাকারী পলাশকে ধরে গণপিটুনি দেয়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, ঘটনার পরপরই ওই এলাকায় পুলিশের একটি টিম পাঠানো হয়। 

চৌগাছা থানার ওসি রেজাউল করীম জানান, পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। বিস্তারিত পরে বলা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here